আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে নাসিম তার মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, জেলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম বাবু, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, তার কার্যালয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, অতীতে আমি নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন করে গেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করে যাব ইনশাল্লাহ। এমপি হই বা না হই, আমি আপনাদের সাথে ছিলাম, আছি ও থাকব ইনশাল্লাহ। কারণ আমি জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার একজন একনিষ্ঠ সহযোগী হতে চাই।
তিনি বলেন, এ এলাকায় আমি জন্মগ্রহণ করেছি। এলাকার ধুলোমাটি গায়ে মেখে আমি বড় হয়েছি। এ অঞ্চলে পড়াশোনা করেছি। বিগত প্রায় ৪৫ বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। আমি কী করেছি, সেগুলোর প্রচুর ইতিহাস আছে, ঐতিহ্য আছে। রাজনৈতিক ঐতিহ্য যেমন আমাদের আছে, কাজ করার ইতিহাস ও ঐতিহ্যও আছে। দুটোকে মূল্যায়ন করে এ এলাকার জনগণ আশা করি শেখ হাসিনার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুলভাবে জয়যুক্ত করবে। এ বিশ্বাস এ মাটির সন্তানদের প্রতি এ মাটির আরেকজন সন্তান হিসেবে আমার আছে। সুতরাং বিজয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী।
বিডি প্রতিদিন/এমআই