কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি আব্দুর রউফ নৌকা না পেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন। তাকে নিয়ে বিশাল শোডাউন দিয়েছেন নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়ার শেষ প্রান্ত খোকসার বিলজানি বাজারে তাকে শুভেচ্ছা জানাতে জড়ো হন এলাকার অন্তত ১০ হাজার মানুষ। পরে সেখান থেকে বিশাল মোটর শোভাযাত্রা খোকসা ও কুমারখালী শহর প্রদক্ষিণ করে। এসময় আব্দুর রউফ একটি মিনি ট্রামের ওপর থেকে হাত নেড়ে মানুষের অভিবাদনের জবাব দেন। শেষে বাঁশগ্রাম এসে শেষ হয় শোভাযাত্রাটি। সেখানে শহিদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুল দেন আব্দুর রউফ।
এসময় তিনি বলেন, কুমারখালী-খোকসার হাজার হাজার মানুষ ফোন করে তাকে ভোট করার অনুরোধ করেছেন। তিনি বলেন নৌকার মনোনয়ন না পেলেও ভোট করতে দলের পক্ষ থেকে আপত্তি নেই। আমার সঙ্গে এই এলাকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক ৪০ বছরের। তাই আমি ইচ্ছা করলেই তাদের উপেক্ষা করতে পারি না।
বিডি প্রতিদিন/নাজমুল