লুণ্ঠিত মালামালসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ। ডাকাতি সংঘটিত হওয়ার ৯ দিনের মাথায় এই আন্তঃজেলা ডাকাতদের গ্রেফতার করা হলো।
আজ বুধবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। গত ১৯ নভেম্বর সিংগাইর থানার গাজিন্দা গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানার বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। ডাকাতরা মই বেয়ে ভবনের ছাদে ওঠে। এরপর কৌশলে চিলেকোঠার দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তারপর মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লোকজনদের মারধর করে ৩৩ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপার অলংকার, নগদ টাকা, ডলার, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য পয়ত্রিশ লক্ষ টাকা।
এই ঘটনায় প্রবাসী জুয়েল রানার স্ত্রী মনি বেগম বাদী হয়ে এজাহার দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে ডাকাত সরদার সেলিম মিয়াকে সিংগাইর থেকে গ্রেফতার করে পুলিশ। সেলিম ধামরাই থানার চৌঠাইল গ্রামের হেলার মিয়ার ছেলে। তার তথ্যের ভিত্তিতে গতরাতে বাকী ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ।
বিডি প্রতিদিন/নাজমুল