৩০ নভেম্বর, ২০২৩ ১৯:৪৫

নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নেত্রকোনার পৃথক তিন মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জজ আদালত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- শিশু বিশাল মল্লিক (৬) হত্যায় সদর উপজেলার দেওপুর মুক্তির বাজার গ্রামের পলাশ সরকার ও সদরের পৃথক দুই মাদক মামলায় নেত্রকোনা জেলা শহরের চকপাড়া এলাকার মো. কাইয়ুম ওরফে কিংকন এবং মঈনপুর এলাকার ইয়াসমীন আক্তার। নিহত শিশু কলমাকান্দা উপজেলার ডোয়ারিয়াকোণা গ্রামের সুমন মল্লিকের মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ কুমার চৌধুরী জানান, সুমন মল্লিকের বাড়িতে গরু চুরি করে পলাশ সরকার ধরা পড়ে। এর জেরে ২০১৩ সালের ২৫ অগাষ্ট সকাল বেলায় বাড়িতে ঢুকে শিশুটিকে ছাদে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় পলাশ সরকারসহ ৩জন। এ নিয়ে ওইদিনই শিশুটির বাবা সুমন থানায় হত্যা মামলা করেন। পুলিশ ময়নাতদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে চার্জশীট প্রদান করেন। বৃহস্পতিবার আদালতের বিচারক পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পলাশের সাথে থাকা অপর দুইজন অপ্রাপ্ত বয়সের হওয়ায় তাদের শিশু আদালতে বিচার চলছে। 

অপরদিকে, নেত্রকোনা সদর থানায় ২০১৮ সালের ২৭ মে ৫০৭ গ্রাম হেরোইনসহ ইয়াসমীনকে গ্রেফতার করে পুলিশ। পরে সদর মডেল থানার এস.আই সোলায়মান হক বাদী হয়ে একইদিন থানায় মামলা করেন। এ মামলায় একই বছরের ২ অগাষ্ট আদালতে চার্জশীট দেয় পুলিশ। এছাড়া ২০১৮ সালে ২৪ জুন ২৩০ গ্রাম হেরোইনসহ মো. কাইয়ুম ওরফে কিংকনকে পুলিশ গ্রেফতার করে। পরে সদর মডেল থানার এস.আই আব্দুল্লাহ আল মামুন একইদিন থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২১ অগাষ্ট আদালতে চার্জশীট দেয়। বিচারক এই ২জনকেও যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর