বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হোসাইনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়। কাগজপত্র অসম্পূর্ণ ও অসংলগ্ন থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা জামিল হোসাইন বলেন, “ছোট ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল হয়েছে, আমি আপিল করব।”
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগসহ অপর সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আজাদ