৪ ডিসেম্বর, ২০২৩ ২২:১৫

খাগড়াছড়িতে ট্রাক হেলপারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ট্রাক হেলপারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ির গুইমারায় অবরোধের সময় পন্যবাহী ট্রাকে আগুন দিয়ে হেলপার বেলাল হোসেনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার শহরের নারিকেল বাগান সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশ নেন সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে কার্যালয়ের সামনে এসে সমাবেশে যোগ দেয়। 

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা উপজেলার হাফছড়িতে সরকারি চালবাহী ট্রাকের গতিরোধ করে পেট্রোল বোমা ছুঁড়ে অবরোধকারীরা। ওই ঘটনায় দগ্ধ হন হেলপার বেলাল হোসেন। শরীরে ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনার ৬দিন পর শনিবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেলাল হোসেন। তার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার আদর্শগ্রামে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর