গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কাঠমিস্ত্রী রবিউল ইসলামের স্ত্রী লাভলি সরকার (৪৫)। ফাঁস নেওয়ার আগে তার মৃত্যুর জন্য দায়ীদের নাম লিখে রাখেন হাতে।
লাভলির স্বজনদের দাবি, সুদের টাকা দিতে না পারায় সুদখোরদের হুমকি-ধামকি, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লাভলি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে বলেন, মঙ্গলবার সকাল ৯টা ৫মিনিটে লাভলি সরকারকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মারা যান তিনি।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হচ্ছে। লাভলি সরকারের স্বজনদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম