১৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৯

টেকনাফে ইয়াবা-মদ-বিয়ারসহ সিএনজি জব্দ, আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ইয়াবা-মদ-বিয়ারসহ সিএনজি জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা, ১৩৬ বোতল বিদেশি মদ, ৫৭৬ ক্যান বিয়ার ও ১টি পুরাতন অটোরিকশাসহ (সিএনিজ) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

আটক মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরান পাড়ার সালামত উল্লাহর ছেলে মোঃ শাকের (৪৩)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মো. শাকেরকে আটক করে। তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা, ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 

তিনি আরো জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারি চক্রদের অপরাপর পলাতক সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর