১৫ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৬

কিশোর গ্যাংয়ের ৭ সদস্যসহ ৮ জন গ্রেফতার, ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

বরগুনা প্রতিনিধি

কিশোর গ্যাংয়ের ৭ সদস্যসহ ৮ জন গ্রেফতার, ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

বরগুনা শহরের আলোচিত কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে বৃহস্পতিবার রাতে শহরের কেজি স্কুল সড়কের একটি বাসা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে বরগুনা পুলিশ। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিমের নেতৃত্ব বরগুনা সদর থানা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে শহরের কেজি স্কুল সড়কে সাবেক ইউপি চেয়ারম্যান ডিএন কলেজ বালিয়াতলীর অধ্যক্ষ শাহ নেওয়াজের ভাড়া বাসার একটি কক্ষ থেকে ৫ কিশোরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতে গ্রেফতারকৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈমুল ইসলামের আদালতে ৬ জনের প্রত্যককে মাদকদ্রব্য আইনের ২০১৮ এর ধারায় ৩ মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলো- ইজমাম (১৯), আব্দুল্লাহ ওরফে অর্নব (১৮) , ওমর ফারুক (১৮),  আরিয়ান (১৯), রাফসান আহমেদ (১৯), মুশফিকুর (১৮) এবং শোয়েব আক্তার (১৯)।

পুলিশ জানায়, তারা শহরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর