২৩ ডিসেম্বর, ২০২৩ ২০:৩৮

থার্টি ফাস্ট নাইটে পদ্মা সেতু এলাকায় নাশকতা রোধে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

থার্টি ফাস্ট নাইটে পদ্মা সেতু এলাকায় নাশকতা রোধে মতবিনিময় সভা

২৫ ডিসেম্বর বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপনে পদ্মা সেতু এলাকার শিমুলিয়া ঘাটে নাশকতা রোধে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা করেছে ট্যুরিস্ট পুলিশ। মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকার পর্যটক স্টেক হোল্ডারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ট্যুরিস্ট পুলিশ মুন্সীগঞ্জ ও পদ্মাব্রিজ জোনের আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া রাণীগাঁও হোটেল সমিতির নেতৃবৃন্দের সাথে শখের হাড়ি চাইনিজ এন্ড কাবাব ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন পুলিশ সুপার নাইমুল হক পিপিএম। 

শিমুলিয়া রাণীগাঁও হোটেল মালিক সমিতি সভাপতি মো. মুরাদ খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আকতার, ট্যুরিস্ট পুলিশ পদ্মা জোনের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, শিমুলিয়া রাণীগাঁও হোটেল মালিক সমিতির প্রধান উপদেষ্টা আতিকুল ইসলাম খান শিমুল। এসময় শিমুলিয়া রাণীগাঁও হোটেল মালিক সমিতি সাধারণ সম্পাদক মাসুদ শিকদারসহ শিমুলিয়া হোটেল ও বিভিন্ন রিসোর্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় শিমুলিয়া ঘাট এলাকার পদ্মার পাড়ে অবৈধভাবে গড়ে উঠা অর্ধশতাধিক খাবার হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান পর্যটক স্টেক হোল্ডাররা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর