দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে ভোট চেয়ে নির্বাচনি জনসভা করেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও আলম আহমেদ। বুধবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন সির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মোল্লা। উপস্থিত নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন আলম আহমেদ। এ সময় কাপাসিয়া এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আনিছুর রহমান আরিফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদ সরকার, আওয়ামী লীগ নেতা অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক আইন উদ্দিন, জিয়াউল হক নাসির প্রমুখ। জনসভায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত মানুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        