পটুয়াখালীর দুমকিতে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে মাওলানা আবুল খায়ের (৫০) ও আবদুস সালাম (৪৮) নামের দুই জামায়াত সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা-গাবতলী এলাকায় বাদ মাগরিব ওই এলাকায় ভোট বর্জনের ওইসব লিফলেট বিতরণকালে স্থানীয় লোকজন বেশ কিছু লিফলেটসহ আটক করে তাদের পুলিশে দেয়।
আবুল খায়ের উপজেলা জামায়াতের সক্রিয় সদস্য এবং রাষ্ট্রদ্রোহীতা ও নাশকতাসহ একাধিক মামলায় বেশ কয়েক দফা জেল-হাজতে থাকা আসামি এবং আবদুস সালাম ছদ্মবেশী জামায়াত কর্মী বলে জানা যায়। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান দু’জামায়াত কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ