মেঘনাসহ বরিশালের কয়েকটি নদীর অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে গত বুধবার মধ্যরাত থেকে মাছ শিকারে নেমেছেন জেলেরা। তবে নদীতে আশানুরূপ ইলিশ মাছ না পাওয়ায় হতাশ হচ্ছেন তারা। যার কারণে বাজারে ইলিশ মাছের দাম এখনো আকাশছোঁয়া। এর আগে জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুরের মেঘনা, তেঁতুলিয়া, পদ্মা, কালাবদর ও গজারিয়া নদীর অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ছিল।
গতকাল বরিশালের পোর্ট রোড বাজারে গিয়ে দেখা যায়, বাজারে অল্প পরিমাণ ইলিশ রয়েছে। আড়তদার ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার আড়াই থেকে তিন হাজার কেজি মাছ বেচাবিক্রি হয়েছে। গতকাল এক হাজার কেজি মাছও ওঠেনি বাজারে।
হিজলা উপজেলার চর মান্দ্রা কুশরিয়া গ্রামের জেলে নাগর খান বলেন, ‘নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর রাত থেকে অনেক জেলে নদীতে মাছ ধরতে নেমেছি। দিনভর জাল ফেলে মাত্র পাঁচটি মাছ পেয়েছি। আমার মতো অন্য জেলেরাও কম মাছ পাচ্ছেন।’
হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘অন্য বছরের তুলনায় এ বছর জাটকা শিকার কম হয়েছে। ঝড় ও বৃষ্টি থাকার কারণে নদীতে মাছ একটু কম। আগামী ৫-৭ দিনের মধ্যে নদীতে মাছ আসা শুরু করবে।’