রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষের টাকা বিলি করার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চারঘাট উপজেলার মাড়িয়ায় এ ঘটনা ঘটে। তার কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে। আটক ব্যক্তির নাম শাহাবুদ্দিন সাবু। তার পিতার নাম গমীর শাহ, বাড়ি মাড়িয়া এলাকায়। স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের পক্ষে টাকা বিলি করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন সাবু।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান জানান, কাঁচি প্রতীকের পক্ষে টাকা বিলি করার অভিযোগে স্থানীয়রা সাবু নামের একজনকে আটক করে পুলিশে খবর দেয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবুকে হেফাজতে নিয়েছে। টাকার পরিমাণ ও এ বিষয়ে নেওয়া পদক্ষেপ পরে জানানো হবে।
বিডি প্রতিদিন/এএ