গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতির বাসভবন ও গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল ৪টার দিকে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাসায় এ হামলা চালানো হয়। এসময় তার বাসার সামনে রাখা একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এসময় সংসদ সদস্য তার নিজ বাস ভবনে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে বিএনপি-জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামনে থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির বাসার সামনে পৌঁছালে মিছিল থেকে এমপির বাসার উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামী লীগ নেতাকর্মীর সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করে।
হামলার ঘটনায় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি এমপি বলেন, হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। প্রশানসনকে অবগত করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই