রংপুরে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমান (২০) লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার পশ্চিম স্বরডুবি গ্রামের শামসুল হকের ছেলে।
এ ঘটনায় মিজানুর রহমানসহ তার সহযোগী পলাতক কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের সামছুল হকের ছেলে রকি মিয়ার (২৫) বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মিজানুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সন্দেহজনক অটোরিক্সায় তল্লাশি চালালে ৫৩ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক আসামি রকি মিয়ার সাথে ফেন্সিডিলের কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মিজানুর।
বিডি প্রতিদিন/এএম