শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভোলার মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকার অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
শনিবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার ঘরে ঘরে গিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন। এসময় তিনি বেড়িঁবাধে থাকা নিম্ন আয়ের মানুষের খোঁজখবর নেন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আমরা এবছর দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ৪৩ হাজার ৫শ কম্বল পেয়েছি। যেগুলো আমরা উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্ব-স্ব উপজেলা দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। এই কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএ