বৈদেশিক মুদ্রাসহ আব্বাস আলী মীর নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এসময় আটককৃত যুবকের নিকট হতে বিভিন্ন দেশের ২৫০ বৈদেশিক মুদ্রা জব্দ করেন তারা।
শনিবার দিবাগত রাতে দিনাজপুর শহরের গোর এ শহীদ ময়দান সংলগ্ন হকার্স মার্কেট থেকে উক্ত বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করে র্যাব-১৩ দিনাজপুর সদস্যরা। এ সময় তার কাছ থেকে দেশের ১ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃত আব্বাস আলী মীর মাদারীপুর সদর উপজেলার দূর্গাবদ্দী দক্ষিণ দুধখালী এলাকার আইয়ুব আলী মীর এর ছেলে।
বিষযটি নিশ্চিত করে র্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান জানান, আটককৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করছেন। তার কাছ থেকে প্রায় ২৪টি দেশের ২৫০ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ