শীতের তীব্রতায় নেত্রকোনায় শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে কেনাকাটা। ক্রেতারাও খুশি নিম্নআয়ের দোকান থেকে সুলভ মূল্যে কাপড় কিনতে পেরে। দুই তিনদিন যাবৎ শীতের প্রকোপ বাড়ায় বেচা-বিক্রি ভালো হয়েছে বলেও জানান বিক্রেতারা।
যদিও এবার শীতের কাপড় বেশি দামে কিনে এনেছেন, তারপরও শীতের কারণে বিক্রি হওয়ায় ক্ষতিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ী আনিসুর রহমান। কাপড়ের মান ভালো না হওয়ার পরেও শীত নিবারণে বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
এদিকে, ফুটপাতের দোকানগুলোতে পুরনো বস্ত্র কিনতে সকল ধরনের ক্রেতারাই আসছেন। নিম্নআয়ের ক্রেতারা বেশি ভিড় করেন বলে জানান দোকানি হাবিবুর রহমান।
তিনি বলেন, অনেকে শখেও নেন। শুধু যে নিম্নবিত্তরা অসেন, তা নয়। ধনী থেকে গরিব বলে কিছু নেই। সবাই এখান থেকে পছন্দসই শখের স্টাইলিশ শীতবস্ত্রও কিনতে পারেন। অন্যদিকে দাম মোটামুটি ক্রয়-ক্ষমতার মধ্যেই বলে জানিয়েছেন ক্রেতা রুবি আক্তার। এ ছাড়াও সেলাই করে বড় কাপড় ফিটিং করে দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন বৃদ্ধ টেইলার বকুল মিয়া।
জানা গেছে, নেত্রকোনা জেলা শহরের বড়বাজার মুক্তিযোদ্ধা পুরনো অফিসের সামনে বসা প্রায় অর্ধশত দোকানে প্রতিদিন জমাজমাট কেনাবেচা হয়।
বিডি প্রতিদিন/এমআই