রংপুরে ভবন নির্মাণের পাইলিংয়ের তারে গলাকাটা গিয়ে শফিক (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার নগরীর ধাপ সাগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শফিক নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ মটুকপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে সাগরপাড়ায় একটি বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে পাইলিংয়ের কাজ চলছিল। রবিবার বিকেলে অসতর্কতাবশত শফিকের গলায় পাইলিংয়ে ব্যবহৃত হ্যামারের তার জড়িয়ে গিয়ে গলাকাটা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শফিক, তার ভাই, মামাসহ পরিবারের কয়েকজন পাইলিংয়ের কাজ করছিল। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএ