গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে নিরাপত্তা প্রহরী বিপুল হালদার (৫২) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর-টুঙ্গিপাড়া সড়কে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল হালদার মারা যান।
নিহত বিপুল হালদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উল্লাপাড়া গ্রামের অবনি হালদারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর-টুঙ্গিপাড়া সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে বিপুল রাস্তার উপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল হালদার সেখানে মারা যান।
বিডি প্রতিদিন/এএম