শেরপুরের শ্রীবরদীতে বিপ্লব হাসান নামে চলমান এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে উপজেলার মামদামারি কান্দাপাড়া ব্যাঙতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার পরপরই পুলিশ তিন আসামিকে গ্রেফতার করলেও বাকি আসামিরা এখনও ধরা-ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। বিপ্লবের হত্যাকারি সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাতে ধর্মসভা শুনে বাড়ি ফেরার পথে উপজেলার দহেরপাড় এলাকায় পিটিয়ে ও ছুরিকাঘাত করে উপজেলার চরশিমুলচূড়া এলাকার আরিফ, মোখলেসসহ আরও কয়েকজন। পরে গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে ভোরে মারা যায়। ওই ঘটনায় ২৮ জনকে আসামি করে পরদিন বিপ্লবের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল