চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যার দায়ে তিনজনের ফাঁসি ও একজনের দু’বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী আজ মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা শহরের পুরাতন বাজারে একটি বসতবাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী ব্যবসায়ী নজির মিয়া (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) হত্যা করে। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে ডালিয়ারা পারভীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি চারজন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক রমাহাম্মদ শিহাব উদ্দিন। মামলার আসামিরা হলো আলমডাঙ্গার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুত আলী ও তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন। 
মামলায় মোট ১৯ জন সাক্ষীকে পরীক্ষা করে আদালত আসামি সাহাবুল হক, রাজিব হোসেন ও বিদ্যুত আলীকে মৃত্যুদণ্ড ও আসামি শাকিল হোসেনকে দুই বছর কারাদণ্ড দেন। 
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        