দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ করোনা মহামারি মিলিয়ে বেশ কয়েকবছর পর নেত্রকোনার ঈদগাহ মাঠগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।
দীর্ঘদিন পর সকলেই ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করতে পেরে খুশি।
জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে মুসুল্লিদের পরিপূর্ণতায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্থানীয় এমপি, জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছে।
জেলার প্রায় ৫ শতাধিক ঈদগাহ মাঠে এ বছর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রায় ৫ হাজার মসজিদ প্রস্তুত ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে নামাজ আদায়ে।
জেলা শহরে পৌরসভার আয়োজনে মোট ২৮টি ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন মুসলিমরা। একযোগে সকাল নয়টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
গত কয়েকবছর ধরেই নেত্রকোনায় ঈদগাহ মাঠ ছাড়াই মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ