২৪ এপ্রিল, ২০২৪ ২১:৩৩

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

আলোচনা সভা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কর্যালয়ের পরিচালক দিলরুবা আহমেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. মেজ-বাবুল আলম, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপনে সার্বিক সমন্বয়ে ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা-বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শব্দদূষণের কারণ, এর ক্ষতিকর দিক ও সচেতনতামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর