দিনাজপুরের খানসামায় সরঞ্জামদিসহ এক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ৮ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ওয়াহেদ শেখের ছেলে ইউপি সদস্য মাজেদুল ইসলাম মানিক (৩৮) ও হারোয়া মিশনপাড়া এলাকার মৃত হাফেজ উদ্দিন এর ছেলে নুরল ইসলাম মাশান(৬০), সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের মৃত নশেদুল্ল্যাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), চিরিরবন্দরের সাতনালা ইউনিয়নের মৃত ফরমান আলীর ছেলে মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া মাঝাপাড়ার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায়(৪২), টংগুয়া মতিশাপাড়ার অতুল রায়ের ছেলে নারায়ণ রায়(২১), টংগুয়া মাঝাপাড়ার বাবুল রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২০) এবং টংগুয়া জোদ্দারপাড়ার অর্জুন রায়ের ছেলে অনিমেষ রায় (২০)।
পৃুলিশ জানায়, মাগুরমারী স্কুলের পিছনে পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এটি বন্ধে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, আটক জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সাপেক্ষে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম