'মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল' এই স্লোগানে জয়পুরহাটে মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার মাঝিপাড়া গ্রামে মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, সংস্থার সহসভাপতি আমিনুর রহমান বুলু, সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে যুবক ছেলে ও মেয়েরা সেইসাথে অভিভাবকরা হাত তুলে মাদককে না বলে ভাদসা ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করেন।
বক্তারা বলেন, মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ।মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। মাদকের ব্যবহার রোধে, দাঙ্গা ও সন্ত্রাস প্রতিরোধে সমাজের সকল স্থরের লোকজনকে আরও সচেতন হওয়া ও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএম