২৪ মে, ২০২৪ ১৯:৩২

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ক্লিনিক সংশ্লিষ্টদের সময় বেঁধে দিলেন চিফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ক্লিনিক সংশ্লিষ্টদের সময় বেঁধে দিলেন চিফ হুইপ

স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এসময় সমস্যা চিহিৃতের লক্ষ্যে সমস্যা নিরসনে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি, সভাপতি, জমিদাতা, চিকিৎসক, উপজেলা পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা, জনপ্রতিনিধিদের মতামত শোনেন। 

জবাবদিহিতামূলক এআয়োজনে চিফ হুইপ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ২ মাসের সময় বেঁধে দেন। আসবাবসহ নানা সমস্যা সমাধানে নগদ অর্থ বরাদ্দ দেন ও কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপিদের জন্য প্রশিক্ষণের নির্দেশ দেন সিভিল সার্জনকে।  

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সবাইকে অফিস টাইম মেনে চলার কঠোর নির্দেশনা দিয়ে বলেন, আমরা আপনাদের ২ মাস সময় দেব। আপনারা আপনাদের পরিষ্কার পরিচ্ছনতা ঠিক করবেন। আমি এমনও দেখেছি রোগীরা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা হবে না। আপনি যদি রোগী দেখতে চান। তাদের বসার ব্যবস্থা, বাথরুম ফ্যাসিলিটি আপনাকে করতে হবে। সেবার মান বাড়াতে হবে। নিয়ম না মানলে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা এ মাসের মধ্যে  ৪২ টা কমিউনিটি ক্লিনিকেই আসবাবপত্রসহ যে সমস্যা আছে তার জন্য অনুদান দিয়ে দেব।   

এর আগে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে জেলা পরিষদ আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন  চিফ হুইপ। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মুনির আহমেদ, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর