২৫ মে, ২০২৪ ২২:২১

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোরেলগঞ্জে ঝড়ো হাওয়া ও বৃষ্টি

মোরেলগঞ্জ প্রতিনিধি:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোরেলগঞ্জে ঝড়ো হাওয়া ও বৃষ্টি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে বাগেরহাটের মোরেলগঞ্জে। শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

ঝড় মোকাবিলার জন্য উপকূলীয় এ উপজেলার ৮৬টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে। উপজেলা সদরের কন্ট্রোল রুমসহ সকল ইউনিয়নে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। 

কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস, সিপিপির  টিম ও কোস্ট গার্ডের সদস্যরা প্রস্তুত রয়েছেন। পর্যাপ্ত শুকনো খাবারও মজুদ করা হয়েছে। 

নদীর তীরবর্তী গ্রামগুলোর বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ মানুষ ও গবাদি পশু আগেভাগেই নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রচার করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর