২৬ মে, ২০২৪ ১৯:২৭

মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় মুস্তাকিম ভূঁইয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুস্তাকিম ভূইয়া চন্ডিপাশা গ্রামের রফিক মেম্বারের ছেলে। সে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুস্তাকিম বাইসাইকেলে করে যাবার সময় চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন জানান, ঘটনার পর মাইক্রোবাস ও চালককে  আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর