ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ জন অসহায় মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্ধের ২ লক্ষ ১১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
এমপির বিশেষ বরাদ্ধ থেকে এসময় কাউকে ১০ হাজার ও কাউকে ৫ হাজার করে মোট ২ লক্ষ ১১ হাজার টাকা ৩১ জনের মধ্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (মহিলা) সীমা আক্তার সুমনা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোমিনুল ইসলাম ভাষানী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ