নাটোরের সিংড়ায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় আরও দুই বিএনপি-যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে বিস্ফোরক মামলায় ৯ জনকে গ্রেফতার করল পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চামারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুর রাজ্জাক ও কলম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক জুয়েল।
গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদসহ ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
এ মামলায় গত ৫ দিনে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৯ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ