রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- অর্ণব চৌধুরী (১৭) ও এডিসন সাহা (১৬)। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের আসামবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার সাম্পান ঘাটে গোসল করতে নামেন স্থানীয় বাবুল চৌধুরীর ছেলে অর্ণব, অমিত সাহার ছেলে এডিসন ও নয়ন দাশের ছেলে শিবম দাশ। তিন বন্ধু পানিতে খেলছিল। এসময় হঠাৎ কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায় অর্ণব তাকে বাচাঁতে গিয়ে হাত বাড়ায় এডিসন ও শিবম। কিন্তু একে অপরকে উদ্ধার করতে নাপেরে গভির পানিতে তলিয়ে যায় দুই বন্ধু অর্ণব ও এডিসন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আর এমও ডা. সৈকত আকবর জানায়, যারা পানিতে ডুবে ছিল তাদের মধ্যে দু’জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। তবে একজনের অবস্থা আশংকাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য শিবম দাশকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি মৃত দু’জনকে পুলিশি কার্যক্রমের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম