টাঙ্গাইলের সখীপুরে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। এ নিয়ে গত কয়েক দিনে নাশকতা মামলায় ১০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে বলে জানায় সখীপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩-৪-৬ ধারা অনুযায়ী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল বাসেদ সিকদারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, নাশকতা মামলায় পৌর কাউন্সিলরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ