কুড়িগ্রামের উলিপুরে শুকিয়ে যাওয়া অল্প পানির ছোট নদী বুড়ি তিস্তায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের পর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশু দু’টি হলো ইন্দারার পাড় এলাকার হাবিবুর রহমানের কন্যা শিশু হাসি আক্তার (৯) ও মোন্নাফ আলীর নাতনি অপর শিশু মীম আক্তার (৮)।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমআর নামাজের পর ধামশ্রেণির ইন্দারারপাড় এলাকায় তাদের দাদির সঙ্গে হাসি আক্তার ও মীম আক্তার বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামে। কিন্তু পানিতে খেলতে খেলতে দু’জনেই একটু দূরে গিয়ে ডুবে যায়। এসময় তাদের দাদি চিৎকার করতে থাকলে স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উলিপুর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ