কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা দমনে কারফিউ চলাকালীন ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় ও শহরের মুকুল ফৌজে এ খাদ্য সহায়তা দেওয়া। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দফায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ