শিরোনাম
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
চাঁদপুর থেকে আজ ১২টি লঞ্চ ছেড়েছে
নেয়ামত হোসেন, চাঁদপুর
অনলাইন ভার্সন
চাঁদপুর-ঢাকা নৌ-পথে লঞ্চ চলাচলের তৃতীয় দিনে ২৪টির মধ্যে ১২টি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে চাঁদপুর-ঢাকা নৌ-পথে নাশকতা প্রতিরোধের আশংকায় নৌ-পুলিশ যাত্রীদের নিরাপত্তায় শরীর ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠতে দিচ্ছেন।
চাঁদপুর নৌ-বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো: বছির আলী খান জানান, গত বুধবার চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে দু’টি ও বৃহস্পতিবার ৮টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে নির্ধারিত সময়ে চাঁদপুর থেকে লঞ্চ চলাচল করেছে। ঢাকায় কারফিউ থাকার কারণে চাঁদপুর থেকে বিকেল ৬টার পর কোন লঞ্চ ঢাকা অভিমুখে ছেড়ে যায়নি। দেশের চলমান পরিস্থিতির কারণে চাঁদপুর থেকে ঢাকা ও ঢাকা থেকে চাঁদপুর দিনের আলোয় লঞ্চ চলাচল করছে। রাতে চাঁদপুর থেকে কোন লঞ্চ ঢাকা অভিমুখে যাত্রা করে না।
চাঁদপুর-ঢাকা নৌ-পথে পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র চাঁদপুর নৌ ট্রাফিক বিভাগের সমন্বিত সিদ্ধান্তে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়।
শুক্রবার সকাল থেকে পূর্ব নির্ধারিত সময়ে বিকাল ৬টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ১২টি লঞ্চ ছেড়ে গেছে।
চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক পরিদর্শক শাহ আলম বলেন, যাত্রীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সকাল থেকে বিকাল ৬টা পর্যন্ত ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। বিকাল ৬টার পরে নির্ধারিত সময়ের লঞ্চগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। গতকাল ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসেনি। তবে আজকে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সদরঘাট থেকে যাত্রী নিয়ে ১০টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসবে। এরপর আর লঞ্চ আসবে না এবং চাঁদপুর থেকেও ছেড়ে যাবে না।
লঞ্চ মালিক প্রতিনিধি মো: আলি আজগর সরকার জানান, এ পথে বিগত সময়ের মত যাত্রীর চাপ নাই বললেই চলে। ঢাকায় কারফিউ ও নাশকতার আশংকায় যাত্রী স্বাভাবিকের চাইতে কম যাতায়াত করছে।
চাঁদপুর নৌ থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, চাঁদপুর নৌ-টার্মিনালে সকাল থেকে বিকেল পর্যন্ত লঞ্চ চলাচলের সময় নাশতকা প্রতিরোধে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠানো হচ্ছে। নৌ-টার্মিনালে ব্যাপক নৌ-সদস্য উপস্থিত রাখা হয়েছে। এভাবে নৌ-পুলিশ তাদের দায়িত্ব অব্যাহতভাবে পালন করে যাবে।
চাঁদপুর নৌ বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মো: বছির আলী খান বলেন, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে লঞ্চগুলো চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লঞ্চ সীমিতভাবে চাঁদপুর ঘাট থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ব নির্ধারিত সময়সূচির আলোকে সকল লঞ্চ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর