শিরোনাম
- বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা
- লিভ-টুগেদারে থাকতে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন, অতঃপর…
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
- নোবিপ্রবিতে ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বিষয়ক শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন
প্রকাশ:
১৯:১৫, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
আপডেট:
চাঁদপুর থেকে আজ ১২টি লঞ্চ ছেড়েছে
নেয়ামত হোসেন, চাঁদপুর
চাঁদপুর-ঢাকা নৌ-পথে লঞ্চ চলাচলের তৃতীয় দিনে ২৪টির মধ্যে ১২টি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে চাঁদপুর-ঢাকা নৌ-পথে নাশকতা প্রতিরোধের আশংকায় নৌ-পুলিশ যাত্রীদের নিরাপত্তায় শরীর ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠতে দিচ্ছেন।
চাঁদপুর নৌ-বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো: বছির আলী খান জানান, গত বুধবার চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে দু’টি ও বৃহস্পতিবার ৮টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ শুক্রবার সকাল থেকে নির্ধারিত সময়ে চাঁদপুর থেকে লঞ্চ চলাচল করেছে। ঢাকায় কারফিউ থাকার কারণে চাঁদপুর থেকে বিকেল ৬টার পর কোন লঞ্চ ঢাকা অভিমুখে ছেড়ে যায়নি। দেশের চলমান পরিস্থিতির কারণে চাঁদপুর থেকে ঢাকা ও ঢাকা থেকে চাঁদপুর দিনের আলোয় লঞ্চ চলাচল করছে। রাতে চাঁদপুর থেকে কোন লঞ্চ ঢাকা অভিমুখে যাত্রা করে না।
চাঁদপুর-ঢাকা নৌ-পথে পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র চাঁদপুর নৌ ট্রাফিক বিভাগের সমন্বিত সিদ্ধান্তে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়।
শুক্রবার সকাল থেকে পূর্ব নির্ধারিত সময়ে বিকাল ৬টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ১২টি লঞ্চ ছেড়ে গেছে।
চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক পরিদর্শক শাহ আলম বলেন, যাত্রীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সকাল থেকে বিকাল ৬টা পর্যন্ত ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। বিকাল ৬টার পরে নির্ধারিত সময়ের লঞ্চগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। গতকাল ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসেনি। তবে আজকে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সদরঘাট থেকে যাত্রী নিয়ে ১০টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসবে। এরপর আর লঞ্চ আসবে না এবং চাঁদপুর থেকেও ছেড়ে যাবে না।
লঞ্চ মালিক প্রতিনিধি মো: আলি আজগর সরকার জানান, এ পথে বিগত সময়ের মত যাত্রীর চাপ নাই বললেই চলে। ঢাকায় কারফিউ ও নাশকতার আশংকায় যাত্রী স্বাভাবিকের চাইতে কম যাতায়াত করছে।
চাঁদপুর নৌ থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, চাঁদপুর নৌ-টার্মিনালে সকাল থেকে বিকেল পর্যন্ত লঞ্চ চলাচলের সময় নাশতকা প্রতিরোধে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠানো হচ্ছে। নৌ-টার্মিনালে ব্যাপক নৌ-সদস্য উপস্থিত রাখা হয়েছে। এভাবে নৌ-পুলিশ তাদের দায়িত্ব অব্যাহতভাবে পালন করে যাবে।
চাঁদপুর নৌ বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মো: বছির আলী খান বলেন, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে লঞ্চগুলো চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লঞ্চ সীমিতভাবে চাঁদপুর ঘাট থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ব নির্ধারিত সময়সূচির আলোকে সকল লঞ্চ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল
টপিক
এই বিভাগের আরও খবর