নোয়াখালী সুধারামে সাজাপ্রাপ্ত (ওয়ারেন্টভুক্ত) আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুধারামের উত্তর শুল্লুকিয়া গ্রামে শাহ জাহান মাঝি নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর মোটা অংকের অর্থের বিনিময়ে রাতেই ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এসআই মহিউদ্দিন এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। এ বিষয়ে এসআই মহিউদ্দিনের বক্তব্য নেওয়ার চেষ্ঠা করেও পাওয়া যায়নি।
কালাদরাপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ও আন্ডার চরের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বকসী সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ও সাজা রয়েছে। সুধারাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সুপার এর নির্দেশে তদন্ত চলছে। জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন, খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ