গাজীপুরের কালিয়াকৈরে বিলের পানিতে ডুবে কাউছার আহম্মেদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাবার সাথে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মুত্যু হয়।
নিহত কাউছার উপজেলার নাওলা এলাকার সৈকত হোসেনের ছেলে। এলাকাবাসী ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার নাওলা এলাকার সৈকত হোসেন শুক্রবার দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে ছেলে কাউছারকে নিয়ে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ছেলে কাউছার পানিতে ডুবে নিখোঁজ হয়।
বিষয়টি টের পেয়ে বাবাসহ গোসলে আসা অন্যান্য লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে ওই বিল থেকে কাউছারের লাশ উদ্ধার করে। স্থানীয় শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিবুর রহমান শিশু কাউছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শআ