চলমান কারফিউতে কর্মহীন হয়ে পড়া আশ্রয়ন প্রকল্পের ২ শতাধিক মানুষকে খাদ্য সহাতায় প্রদান করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের তিনি এসব খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন সিদ্দিকির সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন, হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ মাহাবুব উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ