কক্সবাজারের চকরিয়ায় কোটা সংস্কার আন্দোলনে সহায়তাকারী, সহিংসতা ও নাশকতা মামলার আসামি জামায়াত নেতা কফিল উদ্দিনকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে চকরিয়া থানার এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চকরিয়া পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কপিল উদ্দিন উপজেলার চিরিংগা ইউনিয়নের পশ্চিম সওদাগরঘোনা এলাকার মৌলানা এনামুল হকের ছেলে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত সহিংসতার সাথে জড়িত অভিযোগে জামায়াতের রুকন কপিল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এছাড়া গত ২২ জুলাই চকরিয়া থানায় দায়ের করা মামলায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ