৮ আগস্ট, ২০২৪ ১৩:৫২

ঝিনাইদহে হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু শিক্ষার্থীদের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু শিক্ষার্থীদের

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার সদর হাসপাতালে অর্ধশত শিক্ষার্থীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে। হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার করে তারা। এছাড়াও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে পরিষ্কার এবং জমে থাকা দুর্গন্ধযুক্ত ড্রেনও পরিষ্কারে করেন তারা।

শিক্ষার্থীরা জানায়, হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাহায্য এবং সেবা নিতে আসা সকলকে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে সহযোগিতার জন্য সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষকেও সাহায্য করছে তারা। আগামী এক সপ্তাহ এ কার্যক্রম চলবে বলে জানানো হয়। 

অপরদিকে, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর