৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৪২

তারাকান্দায় পৃথক মামলার দুই আসামি গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তারাকান্দায় পৃথক মামলার দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় পৃথক দুটি মামলার দুই আসামি যথাক্রমে হাবিবুর রহমান ও ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে এসআই চন্দন সরকার, এসআই মাজহার, এএসআই সাইফুল ও এএসআই নজরুলসহ পুলিশের একটি টিম সাথে নিয়ে উপজেলার গজহরপুর ও নগুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গজহরপুর গ্রামের মৃত চানু মিয়ার পুত্র হাবিব সাজা পরোয়ানাভুক্ত আসামি ও নগুয়া গ্রামের মৃত শহিদুল্লাহর পুত্র ফারুক সিআর ওয়ারেন্টভুক্ত আসামি। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, গ্রেফতারের পর আজ সোমবার দুপুরে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর