'আমি মাজেদ নেতৃত্ব দিয়ে কুষ্টিয়া থানা ভেঙেছি' এমন বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সোমবার দুপুরে সদর উপজেলার কুবুরহাটে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
মাজেদ লিখিত বক্তব্যে বলেন, আমি কুষ্টিয়া থানায় হামলা ভাঙচুর লুটপাটের সঙ্গে জড়িত নই। গত ৫ আগস্ট কুষ্টিয়া থানায় হামলার ভিডিও ফুটেজ দেখলে তার কোন সংশ্লিষ্টতা পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। তিনি বলেন, গত ৭ আগস্ট এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শান্তি সমাবেশ করেন। ওই সমাবেশে আবেগে পড়ে ভুলবশত তিনি বলেছিলেন যে, তিনি নেতৃত্ব দিয়ে কুষ্টিয়া থানা ভেঙেছেন। এই বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন আব্দুল মাজেদ।
তিনি বলেন বিগত ১৫-১৬ বছর ধরে স্বৈরাচারী সরকারের নির্যাতন হামলার হয়েছেন তিনি। দিনের পর দিন নিজের বাড়িতে ঘুমাতে পারেননি। বিগত দিনে তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এ কারণে একটি মহল তার দেওয়া পুরনো বক্তব্য ভাইরাল করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।বিডি প্রতিদিন/এএ