৯ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৪৯

গাইবান্ধায় মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন হয়।

গাইবান্ধা জেলা মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদক মৌসুমী আক্তার মিষ্টি, গোবিন্দগঞ্জ উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আকতার, শারমীন আক্তার, রোকেয়া বেগম, মুঞ্জুরী বেগমসহ অন্যরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা মহিলাদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর