গাজীপুরের কালিয়াকৈরে ১০ তলা একটি ভবনের ছাদ থেকে সাব্বির আহমেদ (১৭) নামে এক যুবককে কুপিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বালুর মাঠে একটি ভবনের ১০ তলা ছাদে এই ঘটনা ঘটে। নিহত সাব্বির সফিপুর আন্দারমানি এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সফিপুর বালুর মাঠ এলাকার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার জমজ দুই ছেলে রাকিব ও সাকিব বন্ধু সাব্বিরকে নিয়ে ছাদে আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে ছাদে থাকা অন্য আরেক যুবককে নিচে পাঠিয়ে দেয় রাকিব ও সাকিব। পরে চাপাতি দিয়ে কুপিয়ে সাব্বিরকে জখম করে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গের পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ