ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজারে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ সময় তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, কাজী আব্দুল বাতেন, শামসুল হুদা, মোখলেছুর রহমান আকন্দ, শামীম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, ছাত্রদল আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, জাসাস সভাপতি মাজেদুল হক আকন্দ, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম মাস্টার।
বিডি প্রতিদিন/এএ