দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা উত্তর জামায়াত অফিসে রংপুর-দিনাজপুর অঞ্চলের ৫ (পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী দিনাজপুর উত্তর ও দক্ষিণ জেলা) জেলার বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন উত্তর জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। শিক্ষাশিবিরের সার্বিক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলাম।
কর্মী শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জামাতের আমীর মাওলানা ইকবাল হুসাইন, ঠাকুরগাঁও জেলা জামাতের আমীর মাওলানা আব্দুল হাকিম।
শিক্ষাশিবির পরিচালনা করেন দিনাজপুর উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম ও জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই