গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ডাক্তার-নার্স নিয়োগ ও পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন রেসকিউ ফোর্স’র উদ্যোগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেসকিউ ফোর্সের সমন্বয়ক শাকিল আহম্মেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও শিক্ষক এস এম মনিরুজ্জামান সবুজ, সংগঠনের সদস্য ওয়ারেস মন্ডল রাংগা, ফেরদৌসি আক্তার, মেজবাহুল মীম ও শামীম আরা মিনাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে গাইবান্ধা জেলা। এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র। তিনবেলা খাদ্য জোগার করাই এদের জন্য কঠিন। ফলে রোগাক্রান্ত হলে চিকিৎসা করা এই মানুষদের জন্য দুঃসাধ্য। দিনদিন ঔষধের মূল্যবৃদ্ধি এবং পরীক্ষা-নিরীক্ষার খরচ বাড়ছে। প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখানো, পরীক্ষা-নিরীক্ষা এবং উচ্চ মূল্যে ঔষুধ করে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে মানুষ। অনেকেই বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুবরণ করছে।
বক্তারা আরও বলেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্র গুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করে এই মানুষদের বাঁচানো সম্ভব। কিন্তু তা না করে, ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস এবং ক্লিনিক ব্যবসায়ীদের স্বার্থে সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো প্রায় অচল করে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার-নার্স নেই, প্রয়োজনীয় ঔষধ নেই, পরীক্ষা-নীরিক্ষার যন্ত্রপাতি সব অচল, নিয়মিত পরিষ্কার না করায় অস্বাস্থ্যকর পরিবেশ, ডাক্তারদের নিয়মিত চিকিৎসা সেবা না দেওয়া যেন নিয়মে পরিনত হয়েছে।
বক্তারা অবিলমম্বে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ডাক্তার-নার্স নিয়োগ করে পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবি জানান। এই দাবি জানিয়ে আগামী রবিবার গাইবান্ধা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হবে বলেও জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল