বাগেরহাটে ভারী বৃষ্টিতে বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে গেছে। বুধবার দিবাগত মধ্যরাত থেকে একটানা ভারি বৃষ্টিতে বাগেরহাট পৌরসভাসহ রাস্তাঘাট ও বসতবাড়ী হাঁটু পানিতে তলিয়ে যায়। গত ২৪ ঘণ্টার বাগেরহাট জেলায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহওয়া অফিস। ভারী বৃষ্টির কারণে বাগেরহাট সদর, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা, কচুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে যাবার উপক্রম হয়েছে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।
বাগেরহাট শহরের রাহাতের মোড়, খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, পিটিআই মোড়, খারদার স্কুল রোড, জেলা হাসপাতাল মোড়, সরকারি স্কুল, জেলা ডাকঘরের সামনে, বাসাবাটি, মিঠাপুকুর মোড়, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয় সড়ক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পেছনসহ বিভিন্ন এলাকা পানিতে দুই থেকে তিন ফুট পানিতে নিমজ্জিত রয়েছে। এক ফুটের বেশি পানি রয়েছে পৌরসভা কম্পাউন্ডের মধ্যে। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ভারি বৃষ্টির ফলে পেটের টানে সড়কে বের হওয়া রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা চরম বিপাকে পড়েছেন। যাত্রী না থাকায় যেমন আয় নেই, এমন অবস্থায় পানিতে নিমজ্জিত রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
বিডি প্রতিদিন/এএ